- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
বার্ধক্য ভাতা || West Bengal Old Age Pension Scheme
যোগ্যতা
যোগ্যতা
এই প্রকল্পের আওতায় পেনশন পাওয়ার একজন ব্যক্তি নিম্নলিখিত শর্তাদি পূরণ করতে হবে:
১। এই ব্যক্তি 60 (ষাট) বছর বয়স হতে হবে এবং সে রাজ্যের বাসিন্দা: তবে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে বয়সসীমা পঞ্চাশ বছর হবে।
২। কোন ব্যক্তির কাছে সাহায্য পান না বা কেউ দেখভাল করেন না।
৩। প্রতি মাসে আয় 1000 (এক হাজার টাকা) টাকার কম।
৪। বয়স্ক পেনশনের জন্য আবেদন করা ব্যক্তি অন্য কোনও সরকারী পেনশনের প্রাপক নয়।
৫। আবেদনটি করার তারিখে ব্যক্তিটি দশ বছর রাজ্যে বসবাস করছেন।
আবেদনের পদ্ধতিঃ
পেনশনের জন্য পেনশনের ফর্ম (ফর্ম-পি) নিম্নলিখিত অফিসগুলি থেকে নিখরচায় পেয়ে যাবেন-
১।পঞ্চায়েত সমিতির আওতাধীন গ্রামীণ অঞ্চলে আবেদনকারী ক্ষেত্রে ব্লক উন্নয়ন অফিসার বা সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির নির্বাহী কর্মকর্তার কার্যালয়।
২। আবেদনকারী যদি কলকাতা পৌর কর্পোরেশনের আওতাধীন অঞ্চলে থাকেন তবে আবেদনকারীর ক্ষেত্রে কলকাতা পুর ভবন, বিধান নগর, কলকাতা-7০০০১১১ এ অবস্থিত পশ্চিমবঙ্গ-এ অবস্থিত নিয়ন্ত্রকের কার্যালয়।
কোথায় জমা হবে?
১। পঞ্চায়েত সমিতির আওতাধীন গ্রামাঞ্চলে বসবাসকারী আবেদনকারীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেট এবং ব্লক উন্নয়ন কর্মকর্তা বা পঞ্চায়েত সমিতির নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
২। সংশ্লিষ্ট জেলা জেলা ম্যাজিস্ট্রেট এবং কলকাতা পৌর কর্পোরেশনের এলাকার বাইরের পৌরসভা / বিজ্ঞপ্তিপ্রাপ্ত অঞ্চলে আবেদনকারীদের ক্ষেত্রে সাব-বিভাগীয় কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি জমা দিতে হবে –
Copy of Aadhaar (আধার কার্ড) (Self Attested)
Copy of Voter Id (ভোটার কার্ড) (Self Attested)
Copy of Ration Card (রেশন কার্ড) (Self Attested)
Copy of Disability Certificate (প্রতিবন্ধী সার্টিফিকেট)
Copy of Income Certificate (ইনকাম সার্টিফিকেট)
Copy of Husband’s Death Certificate (স্বামীর মৃত্যুর সার্টিফিকেট)
Copy of Bank Pass Book (ব্যাংক পাস বই)
Nomination Form (In case of death)
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment